নিউজ ডেস্কঃ নোয়াখালীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার মামলার পলাতক আসামী মোসলেহ উদ্দিনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৭ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত মোসলেহ উদ্দিন নোয়াখালী সদরের আন্ডারচর ইউনিয়ন যুবগীগের আহবায়ক এবং একই ইউনিয়নের আমির হোসেনের ছেলে।সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ পাশ্ববর্তী লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।