News71.com
 Bangladesh
 28 Jun 20, 10:50 AM
 1074           
 0
 28 Jun 20, 10:50 AM

করোনায় প্রাণ হারালেন ফেনী জেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান॥

করোনায় প্রাণ হারালেন ফেনী জেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান॥

নিউজ ডেস্কঃ ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী ও মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।রোববার (২৮ জুন) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।স্বজনরা জানান, গত ১৫ জুন থেকে জ্বর-কাশিসহ অসুস্থতা বোধ করলে বাসায় চিকিৎসা নেন তিনি। পরবর্তীতে (১৯ জুন শুক্রবার) শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে (আইসিইউ) ছিলেন। গত দুই দিন ধরে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে সিএমএইচে তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেয়া হয়।

এর আগে ফেনীতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ এলেও সেখানে তার করোনা পজেটিভ আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।তার এক ছেলে শরিফ সোমবার লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। তিনি ফিরলে জানাযা-দাফন হবে জানান তার স্বজনরা।অ্যাডভোকেট আকরামুজ্জামান ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি ও ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ অসংখ্যশিক্ষা-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী গভীর শোক প্রকাশ করেছেন।তার মৃত্যুতে ফেনীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন