নিউজ ডেস্কঃ নোভেল করোনাভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন মারা গেছেন। এ নিয়ে হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এই পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬ জন। মেডিকেলের করোনা ইউনিট সূত্রে এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবার (২৫ জুন) কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটের ডা. ইস্তিয়াক হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় মেডিকেলে করোনা ওয়ার্ডে সাতজন মারা গেছেন। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ছিলেন। তার নাম মাজেদা (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহাপাড়া এলাকার বাসিন্দা।অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনই পুরুষ। তাদের বাড়ি কুমিল্লার বিভিন্ন উপজেলায়। তারা হলেন শামছুল হক (৫৫), আবদুল করিম (৭৫), জামাল উদ্দিন (৪৫) ও আক্তার হোসেন (৪৫), রিয়াজ উদ্দিন (৫৫)।