নিউজ ডেস্কঃ গাছ কাটার জন্য মাটি খুঁড়তে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাটির নিচ থেকে পাওয়া একটি স্ট্যানগান, একটি পাইপগান ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকার একটি মাজারের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাজারের পূর্বপাশে একদল কাঠুরে গাছ কাটার জন্য মাটি খুঁড়তে থাকেন। কয়েক ফুট গভীর পর্যন্ত মাটি খোঁড়ার পর একটি পলিথিনে মোড়ানো অবস্থায় একটি স্ট্যানগান, একটি পাইপগান ও একটি ম্যাগজিন দেখতে পান। পরে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহার হয়েছিল। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।