News71.com
 Bangladesh
 22 Jun 20, 09:58 PM
 1286           
 0
 22 Jun 20, 09:58 PM

কুমিল্লা সিটির প্যানেল মেয়র জম্পী করোনায় আক্রান্ত॥

কুমিল্লা সিটির প্যানেল মেয়র জম্পী করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দীন খান জম্পী ও কাউন্সিলর গোলাম কিবরিয়াসহ নতুন করে ১১১জন করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন।সোমবার (২২জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের মধ্যে ৭৪, চৌদ্দগ্রামে ৬, সদর দক্ষিণে ১, নাঙ্গলকোটে ২৬, লালমাইয়ে ৪ জন শনাক্ত হয়েছেন।এ পর্যন্ত সর্বমোট পজিটিভ শনাক্ত হয়েছেন ২৭৯২ জন।নতুন সুস্থ হয়েছেন ২২ জন। তারমধ্যে আদর্শ সদরে ১১, বরুড়ায় ৬, নাঙ্গলকোটে ২, হোমনায় ৩ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৭৯৯ জন।নতুন করে সিটি করপোরেশন এলাকায় ২, চান্দিনায় একজন ও আদর্শ সদরে একজনসহ এ পর্যন্ত ৮৩ জন মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন