News71.com
 Bangladesh
 22 Jun 20, 11:32 AM
 1120           
 0
 22 Jun 20, 11:32 AM

করোনা॥ কক্সবাজারে আক্রান্ত ২ হাজার ছাড়াল

করোনা॥ কক্সবাজারে আক্রান্ত ২ হাজার ছাড়াল

নিউজ ডেস্কঃ কক্সবাজারে নতুন করে ৫৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ জন রোহিঙ্গা সহ ২ হাজার ৪৭ জনে। রোববার (২১ জুন) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।ডাঃ অনুপম বড়ুয়া বলেন, শুক্রবার কক্সবাজারের ৮টি উপজেলা ও উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শবর্তী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার থেকে সংগৃহীত সন্দেহভাজন ২৫৭ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৬২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া গেছে।

এদের মধ্যে নতুন করে ৫৬ জনের করোনা পজিটিভ শনাক্ত এবং ৬ জনের ফলোআপ ফলাফল করোনা পজিটিভ আসে। রোববার নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৫৬ জনই কক্সবাজারের রয়েছে। অন্যদের ফলোআপ রিপোর্ট জেলার পার্শ্ববর্তী বান্দরবন জেলার ৫ জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১ জন বাসিন্দা। তিনি বলেন, জেলায় নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১৯ জন, উখিয়া উপজেলার ৭ জন, কুতুবদিয়া উপজেলার ৩ জন, রামু উপজেলার ৭ জন, টেকনাফ উপজেলার ১০ জন এবং চকরিয়া উপজেলার ১০ জন বাসিন্দা রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৪৫ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৭ জনে। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৯৩৬ জন, রামু উপজেলার ১৭৭ জন, উখিয়া উপজেলার ২৩৬ জন, টেকনাফ উপজেলার ১৭৫ জন, চকরিয়া উপজেলার ২৯৫ জন, পেকুয়া উপজেলার ৮৯ জন, মহেশখালী উপজেলার ৭৪ জন ও কুতুবদিয়া উপজেলার ১৭ জন বাসিন্দা রয়েছে। এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ৪৫ জন রোহিঙ্গা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন