News71.com
 Bangladesh
 15 Jun 20, 06:52 PM
 1001           
 0
 15 Jun 20, 06:52 PM

নোয়াখালীর সেনবাগে ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত॥

নোয়াখালীর সেনবাগে ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি মিজানুর রহমান (৪০) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। সোমবার (১৫ জুন) ভোর রাতে উপজেলার ছাতারপাইয়া পূর্ব বাজারে সোনাকান্দী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। মিজান পার্শ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর পৌর এলাকার নাওতলা গ্রামের আলা উদ্দিনের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- রসুল মীর, পিয়াস সরকার ও পিপল। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, রোববার বিকেলে ধর্ষণ মামলার আসামি মিজানকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি মতে সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে অন্য সহযোগীদের গ্রেফতার করতে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশ উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পূর্ব বাজারে পৌঁছালে মিজানের সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের ওপর গুলি ছুড়ে মিজানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মিজানের সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মিজানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত সেনবাগ থানা পুলিশ রসুল মীর, পিয়াস সরকার ও পিপল আহত হলে তাদের সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, ২ রাউন্ড গুলি, একটি ধারালো ছোরা উদ্ধার করে। নিহতের মরদেহ বর্তমানে নোয়খালী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন