নিউজ ডেস্কঃ কুমিল্লায় মাইক্রোবাসের প্রপেলার শ্যাফটের ভিতরে লুকিয়ে পাচারকালে প্রায় ৪৩ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এসময় দু'জনকে আটক করা হয়। জব্দ করা হয় মাক্রোবাসটিকে । আজ রবিবার বিকালে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গতকাল শনিবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা মাইক্রোবাসের প্রপেলার শ্যাফটের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে ১৪ হাজার ২৬৫ পিস ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউছিয়া গ্রামের আলী আহম্মদের ছেলে নেজাম উদ্দিন (৩৬) এবং একই উপজেলার ডেমসা গ্রামের মোজাফফর আহমদের ছেলে আরাফাত উল্লাহ (২৮) ।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বর্তমান মূল্য ৪২ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতার আসামিরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পরিবহন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে ।