News71.com
 Bangladesh
 14 Jun 20, 09:09 PM
 927           
 0
 14 Jun 20, 09:09 PM

চট্টগ্রাম সিটির কাট্টলীতে মঙ্গলবার মধ্যরাত থেকে ২১ দিনের কঠোর লকডাউন॥

চট্টগ্রাম সিটির কাট্টলীতে মঙ্গলবার মধ্যরাত থেকে ২১ দিনের কঠোর লকডাউন॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাত থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডকে কঠোর লকডাউনের আওতায় আনতে যাচ্ছে প্রশাসন। রোববার (১৪ জুন) বিকেলে নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, চট্টগ্রাম নগরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের বিকল্প নেই। তিনি বলেন, প্রাথমিক ভাবে সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড উত্তর কাট্টলীকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে পরবর্তী ২১ দিন এই ওয়ার্ডের সবকিছু বন্ধ থাকবে।

বৈঠকে অংশ নেওয়া চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, লকডাউন চলাকালীন ওই এলাকায় ফার্মেসি, মুদি দোকানসহ সবধরণের দোকান, কলকারখানা বন্ধ থাকবে। তিনি বলনে, লকডাউন চলাকালীন কেউ বাসার বাইরে আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন। ‘স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কিছু ভ্যান তৈরি রাখবো। কয়েকটি কন্ট্রোল রুম থাকবে। নিত্য পণ্যের ডোর টু ডোর সার্ভিস চালু করা হবে।’ উত্তর কাট্টলী ওয়ার্ড- বিশ্ব কলোনি, ফিরোজশাহ, সাগরিকা এবং পাহাড়তলী এলাকার কিছু অংশ নিয়ে গঠিত। লএই ওয়ার্ডটিতে চট্টগ্রাম সিটি গেট, কৈবল্যধাম মন্দির এবং জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি প্রায় ১৫০ টি কলকারখানা রয়েছে। ওয়ার্ডটিতে কৈবল্যধাম রেলস্টেশন ও ক্রিকেট স্টেডিয়াম রেলওয়ে স্টেশন নামে দুটি রেলস্টেশন আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন