News71.com
 Bangladesh
 12 Jun 20, 06:23 PM
 906           
 0
 12 Jun 20, 06:23 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক॥  

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক॥   

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে ফয়েজ উল্যা জ্যাকি (২৭) নামের এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগী মহি উদ্দিন রাজিবকে (২৯) আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে চাপরাশিরাহাট পূর্ব বাজার ব্যাংক রোড থেকে তাদের আটক করা হয়। আটককৃত ফয়েজ উল্যা জ্যাকি চরফকিরা ইউনিয়নের ৩নং বজলুর রহমান চেয়ারম্যান বাড়ীর হাফিজ উল্যা ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আলা উদ্দিন ফরাজী বাড়ীর বাবুল মিয়ার ছেলে মহি উদ্দিন রাজিব। ফয়েজ উল্যা জ্যাকি চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাপরাশিরহাট পূর্ব বাজারের ব্যাংক রোডের কাসেম মিয়ার স’মিলে অভিযান চালায় পুলিশ। এসময় জ্যাকি ও রাজিবকে ১৭ পিস ইয়াবাসহ আটক করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ শুক্রবার তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন