News71.com
 Bangladesh
 12 Jun 20, 12:58 PM
 985           
 0
 12 Jun 20, 12:58 PM

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা॥  

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা॥   

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে রাশেদ কামাল (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টার দিকে উপজেলার নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার গেইটের সামনে এ ঘটনা ঘটে। ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। নিহত রাশেদ কামাল ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন ।

ওসি বাবুল আক্তার বলেন, সড়কের পাশে একটি দেয়াল নির্মাণের কাজ তদারকি করার সময় দুর্বৃত্তরা রাশেদ কামালকে লক্ষ্য করে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে- সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, এই ঘটনায় তার পরিবার থানায় মামলা দায়ের করেছে। মামলায় সন্দেহভাজন কয়েকজনকে আসামি করা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন