News71.com
 Bangladesh
 09 Jun 20, 06:40 PM
 905           
 0
 09 Jun 20, 06:40 PM

ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষসহ আটক ১॥

ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষসহ আটক ১॥

নিউজ ডেস্কঃ নোয়াখালী–ফেনী মহাসড়কে অভিযান চালিয়ে ১৬ কোটি টাকা মূল্যের দুই পাউন্ড সাপের বিষসহ মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব -৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে নোয়াখালী–ফেনী মহাসড়কের ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিপুরের স্টারলাইন ফুড প্রোডাক্টসের সামনের মা দরবার ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে ওই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা একজন পালিয়ে যেতে সক্ষম হয়। র‌্যাব-০৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আট মো. ইকবাল হোসেন নোয়াখালীর সুধারামপুর উপজেলার পশ্চিম রুইয়া এলাকার লাতু মিয়ার ছেলে। এসময় তার সঙ্গে থাকা নম্বরবিহীন একটি মোটরসাইকেল, একটি মোবাইল, দু’টি সিম ও একটি মেমো বই জব্দ করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত রয়েছে। সাপের এসব বিষ দেশের নানা এলাকা থেকে সংগ্রহ করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন