News71.com
 Bangladesh
 08 Jun 20, 10:19 AM
 906           
 0
 08 Jun 20, 10:19 AM

নোয়াখালী সদর ও বেগমগঞ্জ ফের লকডাউন॥

নোয়াখালী সদর ও বেগমগঞ্জ ফের লকডাউন॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বিস্তারে জেলা শহর মাইজদীসহ সদর উপজেলা ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীসহ বেগমগঞ্জ উপজেলাকে ‘রেড জোন’ বিবেচনা করা হচ্ছে।ফলে করোনার প্রকোপ থেকে জনসাধারণের সুরক্ষায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলাকে দ্বিতীয় দফায় ফের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।রোববার (৭জুন) বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক তন্ময় দাস ফের দু’টি উপজেলাকে লকডাউন ঘোষণা করেন। আগামী মঙ্গলবার (৯ জুন) ভোর ছয়টা থেকে ১৫ দিনের জন্য ঘোষিত এ লকডাউন কঠিনভাবে বলবৎ থাকবে।দু’টি উপজেলার অভ্যন্তরে জনসাধারণের আগমন ও বর্হিগমনে নিষেধাজ্ঞা কঠোর করা হয়েছে। একই সঙ্গে এক উপজেলা থেকে অন্য উপজেলায়, এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে এবং এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। কেউ আদেশ আমান্য করলে শাস্তির বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। লকডাউন মেনে চলার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে কাজ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন