News71.com
 Bangladesh
 08 Jun 20, 10:11 AM
 898           
 0
 08 Jun 20, 10:11 AM

নতুন ১০৬ জনসহ চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪ হাজার॥

নতুন ১০৬ জনসহ চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪ হাজার॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে ৬১৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১০৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৮ জন।রোববার (৭ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪১ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।সিভিল সার্জন জানান, রোববার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৬১৬টি। এর মধ্যে ২৮৭টি বিআইটিআইডিতে, ১৪৮টি সিভাসুতে, ১৫১টি চমেকে এবং ৩০টি কক্সবাজার মেডিক্যালে। প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৮ জন। ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ২৭৪ জন। করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে চট্টগ্রাম মহানগর এলাকায়। এছাড়া জেলার ১৪টি উপজেলার মধ্যে পটিয়ায় করোনা সংক্রমণের হার বেশি। এ উপজেলায় আক্রান্ত ১৮৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন