News71.com
 Bangladesh
 06 Jun 20, 10:08 AM
 886           
 0
 06 Jun 20, 10:08 AM

কুমিল্লায় পাগলা কুকুরের হানা॥শিশুসহ আহত ২০

কুমিল্লায় পাগলা কুকুরের হানা॥শিশুসহ আহত ২০

নিউজ ডেস্কঃ কুমিল্লার বুড়িচং উপজেলায় বেওয়ারিশ ‘পাগলা’ কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। উপজেলার ষোলনল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে দলবদ্ধ বেওয়ারিশ কুকুর গ্রামের বাসিন্দাদের কামড়ে আহত করে।আহতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনকে কুমিল্লা সদর ও অন্য হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতের মধ্যে বেশ কয়েকজনের পায়ে কুকুরের কামড়ের গভীর ক্ষত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার সকালে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইন্দ্রাবতি, মহিষপাড়া, রামনগর, পূর্বহারা, শিকারপুর, পয়াত ও ইছাপুর গ্রামের নারী শিশুসহ অন্তত ২০ জনকে কামড়ে আহত করে পাগলা কুকুরের দল। এছাড়া এদিন সকালে একটি গরুকে কামড়ে আহত করেছে। আহতদের চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু। তবে হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনতে হয়েছে বলে আহতরা জানান।এ ঘটনায় ষোলনল ইউনিয়নের সব গ্রাম ও উপজেলায় পাগলা কুকুর আতঙ্ক দেখা দিয়েছে। গ্রামের সব মসজিদের মাইকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন