News71.com
 Bangladesh
 24 May 20, 06:40 PM
 887           
 0
 24 May 20, 06:40 PM

চট্টগ্রামের হালদা নদীতে আবারও মৃত ডলফিন উদ্ধার॥

চট্টগ্রামের হালদা নদীতে আবারও মৃত ডলফিন উদ্ধার॥

নিউজ ডেস্কঃ দেশের একমাত্র মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর চট্টগ্রামের রাউজান অংশে আবারও মরা ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম হাজী আমান আলা সওদাগরের বাড়ি এলাকা থেকে স্থানীয় লোকজন ডলফিনটি উদ্ধার করেন। দুপুরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির ও স্থানীয় উরকিরচর ইউপির চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বারের উপস্থিতিতে নদী পাড়ে ডলফিনটি মাটি চাপা দেয় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

৮ মে একই গ্রামের আমির হোসেন কলোনি এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। সেটিকে কেটে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছিলেন হালদা গবেষকেরা। তারও আগে গত ২২ এপ্রিল একটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায়। তখন ধারণা করা হয়েছিল, নদীতে চলাচল করা বালুবাহী ড্রেজার ও যান্ত্রিক নৌকার পাখার আঘাতে ডলফিনের মৃত্যু হতে পারে। প্রশাসনের পাহারায় এখন বালুবাহী নৌযান চলাচল অনেকটা বন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন