নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদা চেয়ে বাড়িতে গিয়ে গুলি করার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় বিদেশি পিস্তল ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর মোহন মেম্বারের বাড়ি হতে অস্ত্র ও গুলি উদ্ধারের পর বাড়ির গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এর আগে এ ঘটনায় থানায় করা মামলার দুই এজাহার ভুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন জানান, আলোচিত এই ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামিদের গ্রেফতার করলে তাদের জবানবন্দি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে 'মার্সেল এক্সকুসিভ'র স্থানীয় ডিলার রফিকুল ইসলামের পৌর সদরের মধ্যপাড়া বাড়িতে দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা আদায় করতে গিয়ে না পেয়ে প্রকাশ্যে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এসময় ছোঁড়াকৃত গুলি ঘরের টিভিতে পড়ায় বেচেঁ যায় লোকজন।