News71.com
 Bangladesh
 15 May 20, 11:15 AM
 857           
 0
 15 May 20, 11:15 AM

২ রোহিঙ্গার করোনা পজিটিভ ॥ আইসোলেশনে ১৯০০ জন

২ রোহিঙ্গার করোনা পজিটিভ ॥ আইসোলেশনে ১৯০০ জন

নিউজ ডেস্কঃ কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর দুই রোহিঙ্গার ফলাফল করোনা পজিটিভ এসেছে। এরপরে করোনার নমুনা পরীক্ষার জন্য প্রায় ১৯০০ রোহিঙ্গাকে আইসোলেশনে নেওয়া হয়েছে।দুই রোহিঙ্গাসহ কক্সবাজার জেলায় ১২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, চকরিয়া উপজেলায় একজন এবং দুইজন রোহিঙ্গা শরণার্থী করোনা আক্রান্ত হয়েছেন। কক্সবাজারে বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত ১৩২ জন করোনা আক্রান্ত হয়েছে। শুক্রবার (১৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। কক্সবাজারের শরণার্থীদের মধ্যে এটিই প্রথম করোনা সংক্রমণ ছড়ানোর ঘটনা। রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শিবির স্থাপন করেছে বলে একজন সরকারি চিকিৎসক জানিয়েছেন।কর্মকর্তারা বিবিসিকে বলেছিলেন, আক্রান্তরা এখন বিচ্ছিন্ন হয়ে চিকিৎসা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন