News71.com
 Bangladesh
 14 May 20, 10:48 PM
 876           
 0
 14 May 20, 10:48 PM

দেশের দুই স্থলবন্দরে সব ধরনের ব্যবসায়ীরা ছাড় পেলেও ছাড় পাচ্ছেন না গাড়ি ব্যবসায়ীরা॥

দেশের দুই স্থলবন্দরে সব ধরনের ব্যবসায়ীরা ছাড় পেলেও ছাড় পাচ্ছেন না গাড়ি ব্যবসায়ীরা॥

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরে আসা সব ধরণের আমদানি পণ্যবাহী কনটেইনার রাখার ভাড়া দেড় মাসের বেশি সময় ধরে ছাড় দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আমদানিকারকেরা যাতে ক্ষতির মুখে না পড়েন সে জন্য নৌপরিবহন মন্ত্রণালয় এই সুবিধা দিয়েছে। সব ধরনের ব্যবসায়ীরাই এই সুবিধা পাচ্ছেন, পাচ্ছেন না শুধু গাড়ির আমদানিকারকেরা। মোংলা বন্দরে অবশ্য কনটেইনারে যেমন ছাড় নেই, তেমনি গাড়িতে নেই। এই বন্দর দিয়ে সমুদ্রপথে দেশের মাত্র দুই শতাংশ পণ্যবাহী কনটেইনার আমদানি হয়। তবে চট্টগ্রাম বন্দরের চেয়ে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি করা হয় বেশি। সব ব্যবসায়ী ছাড় পেলে গাড়ি আমদানিকারকেরা কেন ছাড় পাবেন না? প্রশ্ন করা হলে দুই বন্দর কর্তৃপক্ষের চেয়ারমানই বলেছেন, এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত।

গাড়ি ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে গত দেড় মাস ধরে দেশের প্রায় সব গাড়ির শোরুম বন্ধ। গাড়ি বেচাকেনাও নেই। বিক্রি বন্ধ থাকায় শুল্ক কর পরিশোধ করে বন্দর থেকে গাড়ি খালাস করার সক্ষমতাও নেই ব্যবসায়ীদের। এতে চট্টগ্রাম ও মোংলা দুই বন্দরে এখন প্রায় সাড়ে সাত হাজারের বেশি গাড়ি আটকা পড়েছে। এসব গাড়ি আমদানি করেছেন পুরনো গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার সদস্যরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন ঢাকার ধানমন্ডির ডি অটোস প্রতিষ্ঠানের কর্ণধার আহসান শহীদ বলেন, প্রতিমাসে ৫০–৬০টি গাড়ি বিক্রি হতো তাঁর প্রতিষ্ঠান থেকে। এখন দুই মাস ধরে বন্ধ রয়েছে শোরুম। এ কারণে মোংলা বন্দরে তাঁর প্রতিষ্ঠানের আটকা পড়েছে ১২৮ টি গাড়ি। আবার গাড়ি নিবন্ধনকারী কর্তৃপক্ষের অফিস বন্ধ থাকায় নিবন্ধনও হচ্ছে না, তাতে ব্যাংকের অর্থায়নও আটকে গেছে।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, বন্দর কর্তৃপক্ষের ছাড় দেওয়ার ক্ষমতা নেই। এটি সরকারি সিদ্ধান্তের বিষয়। তিনি বলেন, চট্টগ্রামের চেয়ে মোংলায় গাড়ি রাখার ভাড়া প্রায় অর্ধেক। দুই বন্দরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে এখন পড়ে আছে ২ হাজার ৫৪১টি গাড়ি। মোংলা বন্দরে রয়েছে ৫ হাজার ১০০ গাড়ি। গাড়ি বিক্রি না হওয়ায় শোরুমগুলোতেও কয়েক হাজার গাড়ি পড়ে আছে বলে দাবি করেছেন ব্যবসায়ী সংগঠনটির নেতারা। জানতে চাইলে পুরাতন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার মহাসচিব মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, গাড়িতে সরকার সবচেয়ে বেশি রাজস্ব পায়। এখন ব্যবসা বন্ধ থাকায় সরকার যেমন রাজস্ব পাচ্ছে না, তেমনি গাড়ি ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এজন্য প্রথম দফায় ২৬ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত গাড়ি রাখার ভাড়ায় ছাড় দেওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। গাড়ি ব্যবসায়ীদের ছাড় দেওয়া হলে সরকারও রাজস্ব পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন