News71.com
 Bangladesh
 14 May 20, 12:33 PM
 906           
 0
 14 May 20, 12:33 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চাল চুরি করে মহিলা মেম্বার কারাগারে॥  

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চাল চুরি করে মহিলা মেম্বার কারাগারে॥   

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকারি ১৮ বস্তা চালসহ নিলুফা আক্তার নামে এক নারী ইউপি সদস্যকে আটকের পর ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলার চরইসলামপুর গ্রামে ওই নারী ইউপি সদস্যের নিজ বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নিলুফা চরইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউপি সদস্য নিলুফা নিজ ঘরে আত্মসাতের উদ্দেশ্যে সরকারি চাল মজুদ করে রেখেছেন- জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) মাধ্যমে এমন তথ্য পেয়ে বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিলুফার বসত ঘর থেকে ১৮ বস্তা (৩০ কেজি বস্তা) সরকারি চাল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, অসৎ উদ্দেশ্যে ইউপি সদস্য তার বাড়িতে সরকারি চাল মজুদ রেখেছিলেন। সেজন্য তাকে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন