News71.com
 Bangladesh
 14 May 20, 11:18 AM
 902           
 0
 14 May 20, 11:18 AM

স্বজনদের নাম তালিকাভূক্ত করায় ব্রাহ্মণবাড়িয়ার আ’লীগ নেতার ওএমএস ডিলারশিপ বাতিল॥

স্বজনদের নাম তালিকাভূক্ত করায় ব্রাহ্মণবাড়িয়ার আ’লীগ নেতার ওএমএস ডিলারশিপ বাতিল॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় দরিদ্রদের জন্যে নির্ধারিত ওএমএস কার্ডে নিজের স্ত্রী, মেয়েসহ আত্মীয় স্বজনের নাম তালিকাভুক্ত করায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শাহ আলমের ওএমএস ডিলারশিপ বাতিল করা হয়েছে।বুধবার (১৩ মে) বিকেলে জেলা ওএমএস কমিটির সভায় ডিলারশিপ বাতিলে সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ৮৪ ধনী ব্যক্তি ও দ্বৈত নাম, এক ঘরের দুইজনের নাম, ঠিকানা খুঁজে না পাওয়া এমন আরও সাতজনসহ মোট ৯১ জনের তালিকাও বাদ দেওয়া হয়েছে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ওএমএস কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌঁলা খান।খোঁজ নিয়ে যানাযায়, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আওয়ামী লীগ নেতা শাহ আলমের বিরুদ্ধে তাঁর স্ত্রী, কন্যাসহ পরিবারের ১২ সদস্যের নাম ওএমএস চাল ক্রয়ের তালিকায় রাখার অভিযোগ উঠে।

এছাড়া সুবিধাভোগীদের তালিকায় একাধিক ওয়ার্ডে কাউন্সিলরদের স্বজন ও স্বচ্ছল ব্যক্তিদের নাম ছিল একাধিক তালিকায়। এরপর নরেচরে বসে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টরা।জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী ডিলারশিপ ও স্বচ্ছলদের নামের তালিকা বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শাহ আলম ওএমএসের ডিলার হওয়া স্বত্বেও স্ত্রী-কন্যাসহ এক ডজন স্বজনের জনের নাম তালিকায় উঠে আসে। এ ঘটনারপর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওএমএস এর ডিলার শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে সন্তোষজনক জবাব দিতে পারায় শাহ আলমের ওএমএস ডিলারশিপ বাতিল করা হয়। একই সঙ্গে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে তালিকা থেকে ৯১ জনের নামও বাদ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন