News71.com
 Bangladesh
 13 May 20, 07:19 PM
 964           
 0
 13 May 20, 07:19 PM

আগামীকাল ও শনিবার চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় থাকবে না বিদ্যুৎ॥  

আগামীকাল ও শনিবার চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় থাকবে না বিদ্যুৎ॥   

নিউজ ডেস্কঃ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) ও শনিবার (১৬ মে) ২দিন চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শামসুল আলম । তিনি জানান, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি খুলশী গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া শনিবার (১৬ মে) একই কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম পাহাড়তলী এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে ।

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ১৩২/৩৩ কেভি খুলশী গ্রীড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাস এর জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড শাটডাউন নিয়েছে। ফলে এর আওতাধীন এলাকাসমূহে আগামীকাল বৃহস্পতিবার ওই সময়ে বিদ্যুৎ বন্ধ রাখা হবে। একই কারণে শনিবার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম জোন, চট্টগ্রামের নতুন লাইন নির্মাণ এবং সংশ্লিষ্ট ১১ কেভি, ১১/০.৪ কেভি ও ০.৪ কেভি লাইনের পুনঃবাসন কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন