নিউজ ডেস্কঃ আকবরশাহ থানার কর্নেল হাট এলাকায় কার্ভাডভ্যান চাপায় ৪০ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে কর্নেল হাট মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা আকবরশাহ থানার উপ-পরিদর্শক ধীমান ঘোষ বলেন, সড়ক পার হতে গিয়ে কার্ভাডভ্যান চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কার্ভাডভ্যান ও চালককে আটক করা যায়নি বলে জানান এই কর্মকর্তা।