নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের জলে ডুবে সুমাইয়া আক্তার (৬) ও সামিয়া আক্তার (১০) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে পৌর এলাকার পানাইয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই বোন ওই গ্রামের বাবুল মিয়ার মেয়ে। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে স্নান করতে যায় দুই বোন। স্নান করার সময় হঠাৎ করে জলে পড়ে যায় বড় বোন সামিয়া। সামিয়া জলে পড়ে গেলে বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন সুমাইয়াও জলে পড়ে যায়। দুই বোনই গভীরে তলিয়ে যায়। পাশে থাকা অপর একটি মেয়ে গিয়ে দুই বোনের পুকুরে পড়ে যাওয়ার খবর পরিবারে লোকজনকে জানায়। পরে তাদের জলের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।