News71.com
 Bangladesh
 10 May 20, 11:30 AM
 931           
 0
 10 May 20, 11:30 AM

লক্ষ্মীপুর সদর উপজেলায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগ॥গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর সদর উপজেলায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগ॥গ্রেপ্তার ২

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলায় জেলেদের বরাদ্দের ২১ মণ সরকারি চাল গতকাল শনিবার জব্দ করেছে প্রশাসন। এ সময় অবৈধভাবে ওই চাল বিক্রি ও তা কেনার অভিযোগে উপজেলার এক ইউপি চেয়ারম্যানের ভাগ্নেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া দুইজন হলেন চররমনীমোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালের ভাগ্নে সোহাগ ও একই এলাকার হারুন মাঝি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সদর থানায় মামলা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।

এর আগে শনিবার সন্ধায় সদর উপজেলা চররমনী মোহন ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে চাল জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ এ চাল জব্দ করেছেন। পুলিশ জানায়, সদর উপজেলার চররমনীমোহন ইউপির চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালের বিরুদ্ধে জেলেদের বিনা মূল্যে চাল অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে শনিবার দুপুরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চাল না পাওয়ায় কিছু জেলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় ওই জেলেদের নিয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন কয়েকটি বাড়িতে গিয়ে জেলেদের সরকারি চাল লুকানো অবস্থায় খুঁজে পান। পরে তিনি (আলমগীর) বিষয়টি জেলা প্রশাসক, জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ইউপি চেয়ারম্যান ইউছুফ ছৈয়ালের ভাগ্নে সোহাগ ও স্থানীয় জেলে হারুন মাঝির বাড়ি থেকে ২১ মণ চাল জব্দ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন