News71.com
 Bangladesh
 09 May 20, 05:58 PM
 855           
 0
 09 May 20, 05:58 PM

রাঙ্গামাটি পৌরসভার চেয়ারম্যান কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড॥

রাঙ্গামাটি পৌরসভার চেয়ারম্যান কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড॥

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার চেয়ারম্যান কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রাঙ্গামাটির ফায়ার স্টেশনের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাঙ্গামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলামের ভাড়াটিয়া বাসা চেয়ারম্যান কলোনির একটি রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। মুহুর্তেও মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন