News71.com
 Bangladesh
 09 May 20, 12:09 PM
 999           
 0
 09 May 20, 12:09 PM

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় থানা–পুলিশের সুরক্ষায় পিপিই দিল কেএসআরএম॥

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় থানা–পুলিশের সুরক্ষায় পিপিই দিল কেএসআরএম॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সাতকানিয়া থানা–পুলিশের সুরক্ষায় ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) দিয়েছে ইস্পাত উৎপাদনকারী শিল্প গ্রুপ কেএসআরএম। সম্প্রতি সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীরের কাছে পিপিই হস্তান্তর করেন কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ। কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, চট্টগ্রাম জেলার মধ্যে সাতকানিয়া উপজেলা হচ্ছে করোনাপ্রবণ এলাকা। কারণ, এ অঞ্চলের মানুষ দেশ–বিদেশের বিভিন্ন এলাকায় ব্যবসার সঙ্গে জড়িত। জেলার মধ্যে এখন পর্যন্ত সাতকানিয়া উপজেলায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি। আক্রান্ত এসব রোগীর বাসাবাড়ি লকডাউনসহ বিভিন্ন কাজে পুলিশের সম্পৃক্ততা রয়েছে। তাই তাদের সুরক্ষা প্রয়োজন। তা না হলে এলাকার নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান পিপিইর ব্যবস্থা করেছেন সাতকানিয়া থানা–পুলিশের জন্য।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘আমরা শিল্প গ্রুপ কেএসআরএমের কাছ থেকে অতীতে যেকোনো প্রয়োজনে সহযোগিতা পেয়েছি। বর্তমান প্রেক্ষাপটে আমাদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িঘর ও আশপাশের এলাকায় লকডাউন নিশ্চিত করতে হয় চরম ঝুঁকি নিয়ে। কেএসআরএমের পক্ষ থেকে দেওয়া পিপিই করোনাকালে আমাদের এসব ঝুঁকিপূর্ণ কাজে সুরক্ষা নিশ্চিত করবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন