News71.com
 Bangladesh
 09 May 20, 10:15 AM
 884           
 0
 09 May 20, 10:15 AM

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যা করলো কিশোর গ্যাংয়ের সদস্যরা॥

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যা করলো কিশোর গ্যাংয়ের সদস্যরা॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে পিটিয়ে এক কোরআনে হাফেজকে হত্যা করেছে।এসময় মো. ওমর (১৮) নামে আরও একজন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী এলাকবাসীরা জানিয়েছেন গতকাল শুক্রবার (০৮ মে) রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়ের ২নং ওয়ার্ডের কেজি রোডে এ হামলার ঘটনা ঘটে। এসময় কিশোরদের হামলায় গুরুত্বর আহত শেখ জাহেদকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শেখ জাহেদ (১৮) ২ নং ওয়ার্ডের মুহরীরটেক এলাকার জয়নাল আবেদীন সারেং বাড়ির মো. রফিক উল্যার ছেলে। জাহেদ কোরআনে হাফেজ এবং পেশায় ইলেট্রিক মিস্ত্রী ছিল।নিহতের মামা রেজাউল হক সোহাগ জানান, পূর্ব শক্রতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই ওয়ার্ডের কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য আমির হোসেন, নূর হোসেন, রাসেদ, হৃদয়, অপুসহ ১৫ থেকে ২০ জন প্রকাশ্যে পিটিয়ে জাহেদকে হত্যা করে। এ ছাড়াও আগে থেকে হামলাকারী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন