News71.com
 Bangladesh
 08 May 20, 10:40 AM
 833           
 0
 08 May 20, 10:40 AM

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু॥

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (২৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬ টার দিকে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিম পাড়ায় এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক উপজেলার সদর ইউনিয়নের। পশ্চিম পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক ছিল। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি শোক প্রকাশ করেন।নিহতের খালাতো ভাই আব্দুল মজিদ জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত বাড়িতে থাকা ধান শুকিয়ে গোসল করতে প্রস্তুতি নিচ্ছিল রাজ্জাক। পরে বাড়ির পাশে একটি গাছের সাথে জড়ানো তারে কাপড় রাখতে যায় সে। গাছের তারটি ঘরের বিদ্যুতের তারের সাথে লাগানো ছিল। তখন অসাবধানতানশত তার হাত বিদ্যুতের তারের সাথে লেগেযায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন