নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলীর নিজস্ব অর্থায়নে উপজেলা বিএনপির পক্ষ থেকে ৭ম ধাপে আরো ৩০০০ হাজার পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ নিয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ১৪ হাজার ৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে বৈলছড়ির চেচুরিয়াস্থ একটি কমিউনিটি সেন্টার থেকে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় এসব ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ র্কাযক্রম উদ্বোধন করেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম হোছাইনি ও বৈছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল।