News71.com
 Bangladesh
 05 May 20, 10:19 PM
 870           
 0
 05 May 20, 10:19 PM

চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় ১৫ হাজার পরিবারে মাঝে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ॥

চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় ১৫ হাজার পরিবারে মাঝে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলীর নিজস্ব অর্থায়নে উপজেলা বিএনপির পক্ষ থেকে ৭ম ধাপে আরো ৩০০০ হাজার পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ নিয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ১৪ হাজার ৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে বৈলছড়ির চেচুরিয়াস্থ একটি কমিউনিটি সেন্টার থেকে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় এসব ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ র্কাযক্রম উদ্বোধন করেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম হোছাইনি ও বৈছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন