News71.com
 Bangladesh
 05 May 20, 11:23 AM
 890           
 0
 05 May 20, 11:23 AM

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়কসহ ছয়জন হোম কোয়ারেন্টাইনে॥

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়কসহ ছয়জন হোম কোয়ারেন্টাইনে॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত। এ অবস্থায় কারাগারের তত্ত্বাবধায়ক ও ডেপুটি জেলারসহ কারাগারের ছয়জন কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ওই চিকিৎসকের সংস্পর্শে আসা চারজন কয়েদিকে আলাদা করে রাখা হয়েছে। পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে। কারাগার সূত্রে জানা গেছে, এই কারাগারে বর্তমানে ১ হাজার ৭৪৫জন কয়েদি ও হাজতি রয়েছেন। গত শনিবার দায়িত্বরত চিকিৎসক জেলা কারাগারের যান। সে সময় কারাগারের চারজন কয়েদি তাঁর কাছে চিকিৎসা নিতে গিয়েছিলেন।

এ ছাড়া জেল সুপারের কক্ষেও যান ওই চিকিৎসক। চিকিৎসকের সংস্পর্শে আসেন জেলা কারাগারে তত্ত্বাবধায়ক, ডেপুটি জেলার, একজন গাড়িচালক, দুজন ডিপ্লোমা ফার্মাসিস্ট ও একজন কারারক্ষী। রবিবার ওই চিকিৎসকের নমুনা পরীক্ষার প্রতিবেদন করোনা 'পজিটিভ' আসে।বিষয়টি জানতে পেরে কারা মহাপরিদর্শক রবিবার সন্ধ্যা থেকে ওই ছয়জনকে কারা অভ্যন্তরে নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেন। এ ছাড়া সতর্কতা হিসেবে আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা চারজন কয়েদিকে আলাদা করে রাখা হয়েছে। সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের একটি দল তাঁদের নমুনা সংগ্রহ করে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন