News71.com
 Bangladesh
 05 May 20, 10:19 AM
 882           
 0
 05 May 20, 10:19 AM

লক্ষ্মীপুরে নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত॥

লক্ষ্মীপুরে নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে নতুন করে আরও চারজনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। তবে আক্রান্তদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।সোমবার (২৪ মে) দিনগত রাত ১১টার দিকে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিআইটিআইডি’তে ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে রামগঞ্জের দুইজন, কমলনগরের একজন ও রায়পুরের একজন।জেলায় মোট আক্রান্ত ৪৮ জনের মধ্যে রামগঞ্জের ১৮ জন, সদরের ১৭ জন, কমলনগরের ছয়জন, রামগতির ছয়জন এবং প্রথমবারের মতো রায়পুরে একজন করোনা আক্রান্ত ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন রামগঞ্জের একজন, রামগতির একজন ও কমলগরের তিনজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন