নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী বাজারে করোনা শনাক্ত হয়েছে ফার্মেসির দুই কর্মচারীর। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এরমধ্যে বেগমগঞ্জ উপজেলায় আটজন, সদরে দুই জন, সোনাইমুড়ীতে দুইজন, হাতিয়ায় দুইজন, সেনবাগে একজন ও কবিরহাটে একজন রোগী রয়েছে।সোমবার (০৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, করোনার উপসর্গ থাকায় গত ২৬ এপ্রিল রোববার চৌমুহনী বাজারে দুই ফার্মেসি কর্মচারীসহ মোট পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে তাদের নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়েছিল। ফার্মেসির দুই কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বাকী তিন জনের রিপোর্ট নেগেটিভ আসে। তিনি আরও বলেন, শনাক্ত হওয়া ব্যক্তিগণ একই ওষুধ ফার্মেসিতে কাজ করতেন। কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন তারা। স্বাস্থ্য কমপ্লেক্সে এনে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।তাদের মধ্যে একজন বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ও অন্য জন সোনাইমুড়ীর উপজেলার বাসিন্দা। তাদের সংস্পর্শে ফার্মেসির অন্য কর্মচারীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে। তাদের শারীরিক অবস্থার ভিত্তিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।সোনাইমুড়ী উপজেলায় এক ইতালি প্রবাসী ও সেনবাগে এক রাজমিস্ত্রী মারা গেছেন।