News71.com
 Bangladesh
 04 May 20, 05:58 PM
 867           
 0
 04 May 20, 05:58 PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত॥

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামে এক মুক্তিযোদ্ধার পরিবারের এ ১২ জন আক্রান্ত হন। তাদের মধ্যে ৮ জন পুরুষ ৪ জন নারী। এর মধ্যে ৭ জন বয়স্ক ও ৫ জন শিশু।সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। বর্তমানে ১৯ জন জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্নস্থানে আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত জেলার আখাউড়া, নাসিরনগর, রাজধানী ঢাকায় মিলিয়ে মারা গেছেন তিন জন।সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত জেলায় ১৬৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২৭৭ জনের ফলাফল এসেছে। ৬০ জন বাদে বাকিদের নমুনা সংগ্রহের ফলাফলে নেগেটিভ আসে। এখনো প্রতিদিন নমুনা সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি ফলাফলও পাওয়া যাচ্ছে প্রতিদিন।ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এখন আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই কমে আসে। রোববার পাওয়া ফলাফলে ২৪ ঘন্টায় একজন, শনিবার পাওয়া ফলাফলে একজনও আক্রান্ত ছিলেন না, শুক্রবার পাওয়া ফলাফলে দুইজন করোনায় আক্রান্ত হন। তবে এর আগের দিন চারজন, ২৮ মার্চের ফলাফলে ছয়জন আক্রান্ত হওয়ার ফলাফল আসে।তবে সোমবার একদিনেই ১২জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া খবরে নরেচরে বসে স্থাস্থ্য বিভাগের কর্মীরা। তবে আক্রান্ত বাড়িটি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের আইসোলেশনে রাখা হবে বলে স্থাস্থ্য বিভাগের পক্ষ খেকে নিশ্চিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন