News71.com
 Bangladesh
 04 May 20, 10:57 AM
 890           
 0
 04 May 20, 10:57 AM

কক্সবাজারের হোটেল থেকে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার॥

কক্সবাজারের হোটেল থেকে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক এনজিও সংস্থায় কর্মরত এক বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে।রোববার (৩ মে) রাত ৮টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল সুইট সাদাফের একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান।মৃতবস্থায় উদ্ধার ডুরাল মিসোস বে (৫০) তুরস্কের নাগরিক। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক তুরস্কের আসাদ নামের একটি আন্তর্জাতিক সংস্থার আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশের প্রাথমিক ধারণা, স্ট্রোকে তা মৃত্যু হয়েছে।ওসি খায়রুজ্জামান বলেন, রোববার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল সুইট সাদাফ কর্তৃপক্ষের দেয়া খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। হোটেলটির একটি কক্ষের শোয়ার খাট থেকে এক বিদেশি নাগরিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।হোটেল কর্তৃপক্ষ ও হোটেলটিতে একই কক্ষে বসবাসকারী বিদেশি নাগরিকের বরাত দিয়ে ওসি বলেন, তুরস্কের নাগরিক ডুরাল মিসোস বে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থায় আইটি কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত ছিলেন। তার সঙ্গে হোটেলটির একই কক্ষে আরেক বিদেশি নাগরিকও থাকতেন। তিনি সন্ধ্যার পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে হোটেল কক্ষে ফিরে দেখেন ডুরাল মিসোস বে কে খাটে সাড়া শব্দহীন ভাবে পরে আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন