News71.com
 Bangladesh
 30 Apr 20, 11:39 AM
 888           
 0
 30 Apr 20, 11:39 AM

সেন্টমার্টিনে একদিনে ১২০০ এর বেশি পর্যটক যেতে পারবেন না॥ পর্যটন বিভাগ

সেন্টমার্টিনে একদিনে ১২০০ এর বেশি পর্যটক যেতে পারবেন না॥ পর্যটন বিভাগ

নিউজ ডেস্কঃ সেন্টমার্টিন ও ছেঁড়াদ্বীপের প্রাণ ও প্রকৃতি রক্ষার স্বার্থে প্রতিদিন সেন্টমার্টিনে এক হাজার দুইশ'র বেশি পর্যটক যেতে দেয়া হবে না এবং সপ্তাহে একদিন সব ধরনের পর্যটকের আগমন বন্ধ রাখা হবে।সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো ও বেসরকারি পর্যটন ব্যবসায়ীরা এ সিদ্ধান্তে একমত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। করোনা দুর্যোগ শেষে এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন তিনি।বুধবার (২৯ এপ্রিল) সকালে পর্যটন শিল্পের সংস্কারের দাবিতে এ সেক্টরের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে নবগঠিত 'সম্মিলিত পর্যটন জোট' এর নেতাদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভায় অংশ নিয়ে জাবেদ আহমেদ এ কথা বলেন। এ সময় জোটের আহবায়ক মোখলেছুর রহমান এ সেক্টরের সংস্কারের জন্য সম্মিলিত পর্যটন জোটের পক্ষে ১৭টি প্রস্তাবনা তুলে ধরেন।

তাদের পেশ করা প্রস্তাবনাগুলো হলো: বাংলাদেশের পর্যটন এলাকাগুলোর ধারণ ক্ষমতা নির্ণয়, পর্যটনসম্পদ শুমারি পরিচালনা, পর্যটন গ্রাম স্থাপন, পর্যটন প্রশিক্ষণ পলিসি তৈরি করা, জাতীয় পর্যটন গবেষণা সিস্টেম প্রবর্তন, ৬৪টি জেলায় ট্যুরিজম বোর্ডের অফিস স্থাপন, ২৪ ঘণ্টা ট্যুরিজম হেল্প ডেস্ক ও সমন্বয় শাখা চালু, ট্যুরিজম স্যাটেলাইট একাউন্টিং সিস্টেম প্রবর্তন, বঙ্গবন্ধু পর্যটন পদক ও জাতীয় পর্যটন ট্রফি প্রবর্তন, প্রান্তিক পর্যটনকর্মীদের জন্য আপদকালীন তহবিল গঠন, পর্যটন রপ্তানির বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণসহ পর্যটনের কৌশলগত পরিকল্পনা গ্রহণ, ট্যুরিজম আইকন নির্ধারণ, জলাভূমি পর্যটনের নীতিমালা প্রণয়ন, এবং সর্বোপরি ধর্মীয় পর্যটনের আওতায় বিশ্ব ইজতেমা, বুদ্ধিস্ট সার্কিট ট্যুরিজম এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য সীতাপিঠ ও অন্যান্য আকর্ষণগুলিকে গড়ে তোলা।বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ হাসান বলেন, ১৭টি প্রস্তাবনার সবকটিই এ সেক্টরের উন্নতির জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই এগুলো বাস্তবায়নে তিনি চেষ্টা করে যাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন