নিউজ ডেস্কঃ সিলেটের কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এবাদ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।কানাইঘাট থানা পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) তারাবির নামাজের পর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কামাল আহমদ ও নিহত এবাদ উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে মসজিদের বাইরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামাল আহমদের পক্ষের কিছু লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবাদের বাড়িতে হামলা চালায়। এতে এবাদ ও তার ভাই মইন উদ্দিনসহ আরো দু'একজন আহত হন। রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত এবাদ উদ্দিনকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।খবর পেয়ে কানাইঘাট থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং এবাদ হত্যার সাথে জড়িতদের আটক করতে পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে। জানা গেছে, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক বছর ধরে মকবুল আলী ও নিহত এবাদ উদ্দিন, কামাল আহমদদের মধ্যে একাধিক মামলা হামলার ঘটনা ঘটে চলে আসছে। তবে এবাদ উদ্দিনের পরিবারের উপর কারা হামলা চালিয়েছে এবং এবাদ কাদের হাতে আহত হয়ে মারা গেছেন তাদের পরিচয় জানা যায়নি।