News71.com
 Bangladesh
 29 Apr 20, 10:20 PM
 916           
 0
 29 Apr 20, 10:20 PM

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬ কেজি গাঁজাসহ আটক ২॥

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬ কেজি গাঁজাসহ আটক ২॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে ৫৬ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে মো. মোশারফ হোসেন (২৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার রাজাপুর গ্রামের মো. আমির হোসেনে ছেলে মো. আলমগীর (২২)। অভিযান সম্পর্কে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের
ও স্কোয়ার্ট কমান্ডার চন্দন দেবনাথ জানান, সংবাদের ভিত্তিতে খবর আসে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে একটি পিকআপে করে গাঁজার চালান আসছে। এমন খবর পেয়ে শাহাবাজপুর ব্রীজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর তাৎক্ষণিক তল্লাশি চৌকি স্থাপন করি। এ সময় র‌্যাব সদস্যরা গাড়ি তল্লাশি করতে থাকেন। এক পর্যায়ে পিকআপ ভ্যানটি তল্লাশি চৌকির নিকট আসলে চালকে থামানোর সংকেত দেয়। পরে পিকআপটি থেকে ৫৬ কেজি গাঁজা ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়।আটকরা র‌্যাবকে জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে গাঁজাসহ পিকআপ নিয়ে রাজধানী ঢাকার দিকে যাচ্ছিলেন।এদিকে উদ্ধার হওয়া গাঁজা ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়েছে র‍্যাব সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন