News71.com
 Bangladesh
 27 Apr 20, 11:30 AM
 923           
 0
 27 Apr 20, 11:30 AM

করোনার মধ্যেই থানচিতে আগুনে পুড়ল ৩ শতাধিক দোকান ও বাড়ি॥

করোনার মধ্যেই থানচিতে আগুনে পুড়ল ৩ শতাধিক দোকান ও বাড়ি॥

নিউজ ডেস্কঃ বান্দরবানের থানচি উপজেলার প্রধান বাজারে আগুন লেগে ৩ শতাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার পর এই আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।জানা গেছে, ভোর ৫ টার পর থানচি বাজারে একটি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত বাজারে ছ‌ড়ি‌য়ে পড়‌লে ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেন তারা। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্ত এরইমধ্যে আগুনে প্রায় ৩ শতাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য স্থানীয়রা কাজ করে। তাদের পাশাপাশি বান্দরবান থেকে ফায়ার সার্ভিস কর্মীদের পাঠানো হয়। পরে সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন