নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ) ১৯ নার্সসহ ৩৪ জনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে আন্দোলনে নেমেছে হাসপাতালের কর্মচারীরা। আজ রবিবার সকাল ১০টা থেকে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। নগরের ফয়’স লেকের প্রবেশমুখের বিপরীত দিকে এ হাসপাতাল। বেসরকারি এ হাসপাতালটি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) পরিচালিত। ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মানিক মিয়া বলেন, ৩৪ জনকে চাকরিচ্যুত এবং ১৭ জনকে নিয়ম বর্হিভূতভাবে বদলি করার প্রতিবাদে আমরা আন্দোলনের ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। গত শুক্রবার থেকে আমরা আন্দোলন করছি কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি।
তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা দেখিয়ে ১৯ নার্সকে চাকরিচ্যুত করেছে। কিন্তু ১৫ জন আয়া এবং পরিচ্ছন্নতা কর্মীকে কেন চাকরিচ্যুত করা হলো তার কোনো জবাব নেই কর্তৃপক্ষের কাছে। তাতেই বোঝা যায় কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে তাদের চাকরিচ্যুত করেছে। এ ছাড়া এ প্রতিষ্ঠানের আরো অনেক কর্মচারীকে পদোন্নতি না দিয়ে উল্টো পদাবনতি দিয়ে বিভিন্ন জায়গায় বদলি করেছে। যা খুবই অমানবিক। আন্দোলনে অংশ নেওয়া চাকরিচ্যুতদের একজন বলেন, নিজেদের (প্রতিষ্ঠান) অনিয়ম-দুর্নীতি ঢাকতে ইচ্ছাকৃতভাবে আমাদের চাকরিচ্যুত করেছে। এতগুলো মানুষকে চাকরিচ্যুত করার আগে আমাদের পরিবারের কথাও একবার চিন্তা করেনি তারা। এ অবস্থায় আমাদের আন্দোলনে নামা ছাড়া আর কোনো পথ ছিল না। উল্লেখ্য, গত ৮ এপ্রিল ১৯ জন নার্স এবং ১৫ জন আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর নাম উল্লেখ করে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি জারি করে বিবিএমএইচ।