নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের পুলিশ একজনকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার বিল্পব ওরফে জমিদার (২৪) একই এলাকার আব্দুল খালেক খোনারের ছেলে।জানা যায়, গত মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাস্তা মাথা এলাকার খালেক মেম্বারের দোকানে মলা ও ভাংচুরের ঘটনা ঘটে।পরে ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনায় গত বুধবার অভিযুক্ত ৬ জনকে আসামি করে মামলা দায়ের করলে একই দিন দিবাগত রাতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।