News71.com
 Bangladesh
 22 Apr 20, 10:54 AM
 892           
 0
 22 Apr 20, 10:54 AM

করোনা রোগীদের জন্য চট্টগ্রামে চালু হল দেশের প্রথম ‘ফিল্ড হাসপাতাল’॥  

করোনা রোগীদের জন্য চট্টগ্রামে চালু হল দেশের প্রথম ‘ফিল্ড হাসপাতাল’॥   

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় মাত্র বিশ দিনে তৈরি করা হয়েছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। বিশ দিন আগে উদ্যোগ নেয়া এ হাসপাতালে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে রোগী দেখা শুরু করেছে চিকিৎসকরা। কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হল দেশের মধ্যে প্রথম এ ফিল্ড হাসপাতালের যাত্রা। ৬০ শয্যা বিশিষ্ট এ ফিল্ড হাসপাতালটি তৈরি হয়েছে চট্টগ্রামে। হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া জানান, রোগীদের জন্য ৫০টি সাধারন শয্যা রয়েছে। এছাড়া পাঁচটি ভেন্টিলেটর সুবিধা নিয়ে করোনা রোগীদের সেবায় হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া কয়েকদিনের মধ্যে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিটও প্রস্তুত হয়ে যাবে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে ১০ সদস্যের একটি চিকিৎসক টিম গঠন করা হয়েছে। এই টিমের সঙ্গে পাঁচজন নার্স ও তিন জন চিকিৎসা সহকারী কাজ করবেন। এর পাশাপাশি আরো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক সহায়তা করবেন। সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানান তিনি।রোগীদের চিকিৎসা দেয়ার পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, করোনা মহামারির এই সময়ে সর্দি, কাশি, জ্বরসহ করোনা উপসর্গ থাকা রোগীদের অনেক হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না। এই ধরনের রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে নানা ধরনের অবহেলার শিকার হচ্ছে। তাই এই ধরনের রোগীদের সেবা দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ও জানান তিনি। বর্তমান অবকাঠামোতে ৫০ জন রোগীকে ইনডোর সেবা দেয়া হবে। পাশাপাশি আউটডোরে যে কোন রোগী সেবা নিতে পারবে। সেইসাথে ২৪ ঘণ্টা ফিল্ড হাসপাতালের সেবা চালু থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন