News71.com
 Bangladesh
 21 Apr 20, 01:38 PM
 1008           
 0
 21 Apr 20, 01:38 PM

লক্ষ্মীপুরে কালবৈশাখীর হানা॥ অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত

লক্ষ্মীপুরে কালবৈশাখীর হানা॥ অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগতিতে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক বসতঘর ঘর বিধ্বস্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় বয়ে যাওয়া এ ঝড়ে দু'টি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছ। পুরোপুরি বিধ্বস্ত হয় চারটি মসজিদ ও একটি মাদ্রাসা। এলাকাবাসী জানান, সন্ধ্যায় হঠাৎ করে উপজেলার চর আব্দুল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান বাজার, কামাল বাজার ও জনতা বাজার এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে চেয়ারম্যান বাজার জামে মসজিদ, কামাল বাজার জামে মসজিদ, আশ্রায়ণকেন্দ্র জামে মসজিদ ও জনতা বাজার জামে মসজিদসহ অর্ধশতাধিক বসতঘর বিধ্বস্ত হয়। প্রচণ্ড ঝড়ে টিপু সুলতান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ চর আব্দুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু'টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত হয়েছে জনতা বাজার নুরানি মাদ্রাসার টিনশেড ঘরও। চেয়ারম্যান বাজার এলাকার বাসিন্দা মো. তছলীম জানান, ঝড়ে ওই এলাকার মো. সিরাজ, মো. বারেক, মো. সুমন ও জামাল হোসেনের বসতঘরসহ বেশ কয়েকটি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আশ্রয়ণকেন্দ্র জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের জানান, আকস্মিক এ ঝড়ের আঘাতে মসজিদটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।

চর আব্দুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন জানান, মেঘনা নদীবেষ্টিত ইউনিয়নের আঘাত হানা মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় অন্তত ২৫টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৩৫টি বসতঘর আংশিক বিধ্বস্ত হয়। তিনি আরও জানান, ঝড়ে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি দু'টি বিদ্যালয়, একটি মাদ্রাসা, চারটি মসজিদ ও স্থানীয় পুলিশ ক্যাম্পের একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। বরাদ্দ পেলে তাদের সহায়তা দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন