নিউজ ডেস্কঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবারো লকডাউন উপেক্ষা করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাত পুলিশসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে পুলিশ শটগান ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেলের আঘাতে আহত পুলিশ সদস্যরা হলেন, নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন, এস.আই মো: নজরুল ইসলাম, মো: তাহের, কনস্টেবল রাজু বড়ুয়া, মো:তাহের, মো: তসলিম, মো: শফিক প্রমুখ। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ জানায় বর্তমানে, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। দুই পক্ষকে ডেকে এ আলোচনায় বসে বিষয়টি মীমাংসা করা হবে।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের ডিঘর ও সূচিউড়া এলাকার তিতাস নদীর পাড়ে সরুর রহমান গোষ্ঠীর ফারুক মিয়া নামে এক কৃষক ধান মাড়াই করছিল। এ সময় বেলায়েত হোসেনের গোষ্ঠীর কামাল মিয়া নামে এক ব্যক্তি ধানের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে যান। এ নিয়ে ফারুক মিয়া কামালের মধ্যে বাদানুবাদ হয়। বিষয়টি দুই গোষ্ঠীর মধ্যে জানাজানি হলে তারা সংঘর্ষে জড়ান। রাত নয়টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোয়াব আহমেদ রিতুল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। উভয়পক্ষের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। চেষ্টা করা হচ্ছে মীমাংসা করার জন্য। এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে।নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, ধানের উপর দিয়ে ট্রাক যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনিসহ মোট সাত পুলিশ সদস্য ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।