News71.com
 Bangladesh
 19 Apr 20, 10:53 AM
 865           
 0
 19 Apr 20, 10:53 AM

কক্সবাজারে পূর্বশত্রুতার জেরে জবাই করে হত্যা॥

কক্সবাজারে পূর্বশত্রুতার জেরে জবাই করে হত্যা॥

নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে জবাই করে এক ব্যক্তিকে হত্যা করেছে; এতে আহত হয়েছে আরো তিনজন। পুলিশের দাবি, ইয়াবা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে।এদিকে পুলিশ ঘটনায় জড়িত আলমগীর নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের বেশকিছু সামগ্রী উদ্ধার করলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি। শনিবার রাত ৮ টার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলীর ইউসূলের ঘোনায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুম খান। নিহত সাইদুর রহমান ওরফে বিডিআর ছৈয়দ (৬০) কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইউসূলের ঘোনার মৃত গোলাম কবিরের ছেলে। ঘটনায় আহত হয়েছে, নিহতের স্ত্রী লাভলী আক্তার (৪৮), ছেলে মানিকুর রহমান ওরফে জুয়েল (৩০) ও ভাই খোরশেদ আলম (৪৭)।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে মাসুম খান বলেন, কক্সবাজার শহরের পাহাড়তলী ইউসূলের ঘোনার বাসিন্দা ফরিদের ছেলে আলমগীর নিজের বাড়িতে ইয়াবা বিক্রির পাশাপাশি সেবনের আসর বসাত। এ নিয়ে প্রতিবেশী সাইদুর রহমান ওরফে বিডিআর ছৈয়দ ও তার পরিবারের লোকজন প্রতিবাদ জানায়। এছাড়া আলমগীরের পরিবারের লোকজন এবং ইয়াবা কিনতে আসা লোকজন সাইদুর রহমানের বাড়ীর সীমানা দিয়ে আসা-যাওয়া করত। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।'সম্প্রতি আলমগীর ইয়াবা ব্যবসা নিয়ে বেপরোয়া হয়ে উঠে। দিন-রাতে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় আলমগীরদের চলাচলের পথ বন্ধ করে দেয়।'ওসি বলেন, 'শনিবার রাতে পূর্ব বিরোধের জেরে সাইদুর রহমানের উপর প্রতিপক্ষ আলমগীরের লোকজন সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করতে আসলে তাদের উপরও হামলা চালায়। এতে সাইদুর রহমানসহ ৪ জন আহত হয়।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন