News71.com
 Bangladesh
 19 Apr 20, 10:38 AM
 872           
 0
 19 Apr 20, 10:38 AM

নোয়াখালীতে বেসরকারি ডাক্তারের সিরিয়াল নিয়ে তুমুল সংঘর্ষ॥

নোয়াখালীতে বেসরকারি ডাক্তারের সিরিয়াল নিয়ে তুমুল সংঘর্ষ॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের রোগী দেখার সিরিয়াল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১জন আহত হয়েছে।শনিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, শাহাদাত হোসেন, রাশেদ হাজারী, হামিদুল হক বিপ্লব, সফি উল্যা, মামুন, আবু ছায়েদ, শামীম ও সোনিয়া আক্তারসহ ১১জন। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুল হক বিপ্লব তার স্ত্রী সোনিয়া আক্তারকে নিয়ে বসুরহাট প্রাইভেট হাসপাতালে আসেন। পরে তিনি ডা. রৌশন জাহান লাকীকে দেখানোর জন্য সিরিয়াল নেন। তার সিরিয়াল নাম্বার ছিল ৯। পরে সিরিয়াল আগ-পর নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিপ্লবের লোকজনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার ঘটে। বসুরহাট প্রাইভেট হাসপাতালের ম্যানেজার রাশেদ হাজারী বলেন, হামিদুল হক বিপ্লবের সিরিয়াল এগিয়ে আনার জন্য সিরিয়ালম্যানের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তিনি বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিপ্লব তার তার লোকজন তাকে এলোপাতাড়ি মারধর করে। এর একপর্যায়ে হাসপাতালের চেয়ারম্যান শাহাদাত হোসেন এগিয়ে আসলে তারা উনার উপরও হামলা করে। পরে হামলাকারীরা ডা রৌশন জাহানের চেম্বারে হামলা করা চেষ্টা করলে উপস্থিত লোকজনের বাধার মুখে পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন