News71.com
 Bangladesh
 18 Apr 20, 10:50 PM
 888           
 0
 18 Apr 20, 10:50 PM

কক্সবাজারে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা।।

কক্সবাজারে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা।।

নিউজ ডেস্কঃ পর্যটন নগরী কক্সবাজারকে করোনার প্রভাবমুক্ত রাখতে ঘোষিত লকডাউন নিশ্চিতে কঠোরতা পালন করছে সেনাবাহিনী, পুলিশ ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এ কঠোরতার পাশাপাশি মানবিক কর্মকাণ্ড থেমে নেই সেনাবাহিনীর। লকডাউনে খাবার ও চিকিৎসা প্রয়োজন হওয়া অসহায়-কর্মহীন মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌঁছে দেয়া অব্যাহত রেখেছে সেনাবাহিনীর রামুর ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা। আজ শনিবার কোন ঘোষণা ছাড়াই কক্সবাজারের ৬টি এবং দক্ষিণ চট্টগ্রামের ৪টি উপজেলার বিভিন্ন গ্রামে অভাবগ্রস্তদের মাঝে চাল, ডাল, আটা, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি স্বাভাবিক অসুস্থায় ভোগা লোকজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পথ্য দিয়েছে সেনা চিকিৎসকদল। সেনা টহল দল লকডাউন সময় শুরুর পর থেকে গ্রামে গ্রামে ঘুরে প্রকৃত অভাবগ্রস্থ ও ছিন্নমূল মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া অব্যাহত রেখেছে।

সেনাবাহিনী রামু ১০ পদাতিক ডিভিশন সূত্র জানায়, করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় কক্সবাজারে সেনাবাহিনীর সদস্যেদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা। শনিবার কক্সবাজারের ছয়টি এবং চট্টগ্রামের চারটি উপজেলার বিভিন্ন স্থানে অভাবগ্রস্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হয়। সেনা সদস্যদের দেয়া খাবার সামগ্রী পেয়ে অনেক হতদরিদ্র মানুষ আবেগ আপ্লুত হয়ে সেনাবাহিনী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায়। এ সময় সেনাসদস্যরা সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। যে কোন জরুরি প্রয়োজনে সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী জনগণের পাশে রয়েছে বলে সকলকে আশ্বস্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন