News71.com
 Bangladesh
 15 Apr 20, 10:59 AM
 876           
 0
 15 Apr 20, 10:59 AM

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু॥

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এই যুবকের মৃত্যু হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন ফার্নিচারের দোকানের কর্মচারী ৩০ বছর বয়সী এই যুবক। সোমবার জ্বর ও সর্দি-কাশি নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি হন তিনি।পরে সেখানে তার মৃত্যু হয়। করোনার উপসর্গ থাকায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে জানানো হয়। এসময় মৃতের পরিবারের সদস্যদের আইসোলেশনে রাখার নির্দেশনাও দেয় হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন