News71.com
 Bangladesh
 14 Apr 20, 11:04 AM
 848           
 0
 14 Apr 20, 11:04 AM

বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই॥

বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ হাসানহাট বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার (১৩ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, করোনার কারণে সন্ধ্যার পর থেকেই হাসানহাট বাজার বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে অবস্থান করছিল। রাত দেড়টার দিকে হঠাৎ লোকজনের আগুন আগুন চিৎকার শুনে ব্যবসায়ীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৩টি দোকান পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন