নিউজ ডেস্কঃ বন্দরনগরী চট্টগ্রামে আরো একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সীতাকুণ্ডের ফৌজদারহাটে বিআইটিআইডি পরীক্ষাগারে পরীক্ষার পর ২৫ বছর বয়সী যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।রোববার (৫) সন্ধ্যায় ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, গত তিন দিন আগে নগরীর দামপাড়াএলাকার ৬৭ বছর বয়সী যে বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছিলো, নতুন করে আক্রান্ত যুবক তার ছেলে। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এনিয়ে চট্টগ্রামে দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হল।আক্রান্ত যুবক নগরীর একটি চেইন শপ প্রতিষ্ঠানে চাকরি করতো, যেটি দু’দিন আগেই লকডাউন করে দেয়া হয়েছিলো। সেই সাথে ওই যুবকের বাসা এবং আশপাশের আরো ৬টি ভবনের সামনে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ওই ভবনগুলো থেকে কাউকে বের হতে কিংবা ভবনে কাউকে প্রবেশ করতে দেয়নি।বিআইটিআইডি’র সাথে চিকিৎসকদের সমন্বয়কারী স্বাচিপ নেতা ডা. আ ন ম মিনহাজুর রহমান জানান, শুক্রবার বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সেখানকার ৬টি বাড়ি লকডাউন করে দিয়েছিলো প্রশাসন। এর মধ্যে ওই বৃদ্ধের তিন আত্মীয়ের করোনা পরীক্ষা করা হয় রোববার। এর মধ্যে তার ছেলের পজিটিভ রিপোর্ট আসলেও বাকি দু’জন নেগেটিভ।ডা. মিনহাজ আরো জানান, বর্তমানে ওই যুবক তার বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন। যে পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে হয়তো জেনারেল হাসপাতালে নেয়া হবে। এমনকি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার বাবার অবস্থাও কিছুটা উন্নতির দিকে।